সরকারী চাকুরির পরিক্ষার প্রস্তুতি : দৈনন্দিন বিজ্ঞান :পর্বঃ০১ | Govt Job Preparation Part-1 | Elite Career BD - Career Journal

Career Journal

Easy way to search jobs

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 4, 2020

সরকারী চাকুরির পরিক্ষার প্রস্তুতি : দৈনন্দিন বিজ্ঞান :পর্বঃ০১ | Govt Job Preparation Part-1 | Elite Career BD


বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ উচ্চাকাঙ্ক্ষী সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকে তাদের গ্রাজুয়েশন পরীক্ষার পর, কিন্তু গ্রাজুয়েশন শুরুর সাথে সাথে যদি চাকুরীর প্রস্তুতি নেয়া আরম্ভ করা যায় তাহলে এটি একজন চাকরিপ্রার্থীকে 50 ভাগ এগিয়ে রাখতে পারে কেননা গ্রাজুয়েশন শেষ বা শিক্ষাজীবন শেষে চাকুরীর প্রস্তুতি নিতে অনেক সময় লেগে যায় তাই এটা যত তাড়াতাড়ি নেয়া যায় ততো ভালো। প্রতি বছরে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন প্রচার হয় সব প্রতিযোগীই কিন্তু তাদের স্বপ্নের সরকারি চাকরির দেখা পায় তা না, যারা সঠিকভাবে চাকরির প্রস্তুতি গ্রহণ করে কেবল তারাই সফল হয়। আশা করি সরকারি চাকরির প্রস্তুতি নামক গাইডলাইন টি চাকরিপ্রার্থীদের সহায়ক হবে।  চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

১। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
- রাজ কাঁকড়া।

২। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
- Cycas 

৩। জীব বিজ্ঞানের জনক কে ?
- এরিস্টটল 

৪। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
- শুশুক 

৫। ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
- ডলি 

৬। সবচেয়ে বড় কোষ কোনটি ?
- উট পাখির ডিম 

৭। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
- মাছ

৮। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
- কেঁচো

৯। সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি ?
- তেলাপোকা 

১০। প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
- মাইটোকন্ড্রিয়া

১২। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
- কেঁচো 

১৩। বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে ?
- আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে 

১৪। জীবাণু বিদ্যার জনক কে ?
- ভন লিউয়েন হুক 

১৫। সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি ?
- মানব ডিম্বানু 

১৬। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
- বামন চিকা 

১৭। সবচেয়ে বড় ফুল কোনটি ?
- র্যাফোসিয়া আরনন্ডি

১৮। শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ?
- উইলিয়াম হার্ভে 

১৯। সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে ?
- ভন লিউয়েন হুক 

২০। অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে ?
- ডারউইন 

২১। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
- থিও ফ্রাসটাস

২২। জীনের রাসায়নিক গঠন কী ?
- ডি এন এ

২৩। সিঙ্কোনা কি কাজে ব্যাবহৃত হয় ?
- ম্যালেরিয়া ঔষধ

২৪। শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী ?
- সবুজ উদ্ভিদ

২৫। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
-ফুল

২৬। সব চেয়ে বড় ঘাস কী ?
- বাঁশ

২৭। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
- সিনকোনা

২৮। কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
- এসকরবিক অ্যাসিড

২৯। বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি ?
- বৈলাম

৩০। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
- টারটারিক অ্যাসিড

৩১। কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
- ক্যালসিয়াম অএক্সালিক

৩২। দুধের প্রোটিনের নাম কী ?
- কেজিন

৩৩। লেবুতে কোন অ্যাসিড থাকে ?
- সাইট্রিক অ্যাসিড

৩৪। চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
- থিন

৩৫। কফিতে কোন উপাদান থাকে ?
- ক্যাফেইন

৩৬। আপেলে কোন অ্যাসিড থাকে ?
- সালিক অ্যাসিড

৩৭। দুধে কোন অ্যাসিড থাকে ?
- ল্যাকটিক অ্যাসিড

৩৮। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
- অক্সালিক অ্যাসিড

৩৯। তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
- টারটারিক অ্যাসিড

৪০। তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
- নিকোটিন

৪১। দুধের শর্করাকে কী বলে ?
- ল্যাকটোজ

৪২। সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে ?
- ডাবে

৪৩। খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
- শুটকি মাছে

৪৪। কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
- নিউক্লিয়াস

৪৫। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
- প্লাটিপাস

৪৬। বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি ?
- এ্যালবাট্রোস

৪৭। পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
- সুইফট বার্ড

৪৮। বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ?
- ডিপথেরিয়া

৪৯। ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
- ইনসুলিন

৫০। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
- অগ্নাশয়ে

*ভুল থাকলে কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বগুলো পেতে সাথেই থাকুন।




 চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages